গৃহবন্দী গোটা দুনিয়া যেখানে  করোনায় ভয়ে স্তব্ধ । লোকজন হয়ে পড়েছে । ঠিক তখনই পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে হয়ে গেলো লঙ্কাকান্ড। সামান্য মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের আহত হলো ১১। গত রবিবার রাতে উপজেলার পিঁপড়াখালী এলাকার স্লুইসগেট নামক স্থানে  এ সংঘর্ষে ঘটনাটি ঘটে। আহতরা হলো উপজেলার -কলাগাছিয়া গ্রামের সোহেল (২৩), ফিরোজ মৃধা (৪৫) তার ভাই সেলিম মৃধা (৩৫) ও দুই ছেলে রনি( ১৭)এবং শাহ – আলম( ১৯) এবং অন্য পক্ষ পাশাপাশি পিঁপড়াখালী গ্রামের আলতাফ বেপারী( ৬২) তার ছেলে সিফাত ( ১৮), সুজন বেপারী (২৫), শিল্পী বেগম(৩২), হাসান বেপারী (৩০), উজ্জ্বল বেপারী( ৩০)।সংঘর্ষের পরে এলাকাবাসী উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এদের মধ্যে সিফাত, সুজন ও ফিরোজ মৃধার  অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিমে প্রেরন করেন। ঘটনার চাক্ষুষ স্বাক্ষী চিকিৎসাধীন অবস্থায় আহত মোঃ হাসান বেপারী   জানান, গত শনিবার সন্ধায় মিরাজ বেপারীর লোডের মোবাইলটা ওযু করার সময় পিপড়াখালী এলাকা থেকে  হারিয়ে যায়।  পুলিশ কে ঘটনাটি জানালে থানার এসআই সুমন মজুমদার কলাগাছিয়া গ্রামের জাহাঙ্গীর মুন্সির মেহমান ইমন নামে এক ছেলের কাছ থেকে মোবাইলটা উদ্ধার করে।

এরই জের ধরে রবিবার সন্ধ্যায় আলতাফ বেপারী ও সুজন পিঁপড়াখালী বাজারে যাওয়ার পথে শান্ত ও সেলিম সহ ৫/৬ জনে তাদের মারধর করে। এসময় তাদের ডাক চিৎকার শুনে উভয় পক্ষের আমরা ছুটে আসলে সংঘর্ষের ঘটনাটি ঘটে।এস আই সুমন মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, বিভিন্ন লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে জানাযায়,ওযু করার সময় মিরাজের কাছে ইমন ছিলো। তারপর ওর কাছ থেকে মোবাইলটা উদ্ধার করে মিরাজকে দিয়ে এ নিয়ে সামনে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। এ ব্যপারে মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। একপক্ষের অভিযোগ পেয়েছে। অন্য পক্ষ ও অভিযোগ করার জন্য থানায় এসেছে।   তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031