বিএনপির প্রতিনিধি সভায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে ঝিনাইদহে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে সকালে বিএনপির প্রতিনিধি সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন।

অনুষ্ঠান শুরু হলে দাওয়াত না পাওয়া জেলা বিএনপির নতুন কমিটির শৈলকুপার ১৭ জন নেতার সমর্থকরা কমিউনিটি সেন্টারের সামনে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে তারা ভেতরে ঢুকতে গেলে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর ঢুকতে না পারা নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে হামলা চালান। তাদের ইটপাটকেলে কমিউনিটি সেন্টারের জানালার কাচ ভেঙে পড়তে থাকে। এসময় ইট ও কাচের আঘাতে ভেতরে থাকা ১৫ জন নেতাকর্মী আহত হয়।

আহত নেতাকর্মীদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঢাকাটাইমসকে জানান, বিএনপির সভা শুরু হলে জেলা বিএনপির এক গ্রুপ আসাদুজ্জামানের নামে শ্লোগান দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। সে সময় তাদেরকে ভেতরে ঢুকতে না দেয়ায় কমিউনিটি সেন্টারের সামনে তারা হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে তারা কমিউনিটি সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় ইটপাটকেলের আঘাতে কমিউনিটি সেন্টারের জানালার গ্লাস ভেঙে ১৫ জন আহত হন বলে জানান ওসি।

ওসি জানান, পরে মসিউর রহমান ও আসাদ সমর্থকদের এই সংঘর্ষ বাইরে ছড়িয়ে পড়ে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও তুমুল সংঘর্ষ শুরু হয়। কমিউনিটি সেন্টারের ভেতরেও দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031