রাজশাহীর এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে চাল চুরির মামলায় গ্রেপ্তার হওয়া। এই নেতার নাম আলাল উদ্দিন স্বপন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সোমবার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বপনকে অব্যাহতি দেয়ার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আদর্শ, শৃঙ্খলা, তথা দলীয় গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের পরিপন্থী এবং রাষ্ট্রীয় অনুদান আত্মসাতের মতো কর্মকাণ্ডে জড়িত থাকায় স্বপনকে দলীয় সমস্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলাল উদ্দিন স্বপনের অপকর্মে আওয়ামী লীগের সুনাম চরমভাবে ক্ষুণ্ন হওয়ায় তাকে বহিষ্কারের জন্য দলের জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হলো।
আলাল উদ্দিন স্বপন ওএমএসের ডিলার। গত শনিবার তার বাড়ি থেকে দুস্থদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়। করোনা পরিস্থিতিতে এই চাল দুস্থদের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রি করার কথা ছিল। কিন্তু তা না করে স্বপন ৮৪ মণ চাল আত্মসাত করেছিলেন। চাল উদ্ধারের সময় স্বপনকে আটক করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে চাল চুরির মামলা করা হয়। রবিবার তাকে কারাগারে পাঠায় পুলিশ।
