বিশ্বের সর্বাধুনিক এয়ারক্রাফট বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ ২০২০ সালের মার্চ মাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে। বাংলাদেশে প্রথমবারের মতো এ এয়ারক্রাফটি আনতে যাচ্ছে দেশীয় এ এভিয়েশন কোম্পানিটি। গতকাল বিকেলে হোটেল লা- মেরেডিয়ানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউএস-বাংলা এয়ারলাইন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। তিনি জানান, ২০২০ সালের মার্চ মাসে ইউএস-বাংলার বহরে যুক্ত হবে এই এয়ারক্রাফটি। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠিত এয়ারলাইন্স গুলোতে বর্তমানে অত্যন্ত গ্রহণযোগ্য এয়ারক্রাফট বোয়িং ৭৩৭ ম্যাক্স যুক্ত হচ্ছে। ইউএস-বাংলা বাংলাদেশে প্রথম বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বোয়িং ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফটে সংযুক্ত অত্যাধুনিক কেবিন ডিজাইন ও ইন-ফ্লাইট এন্টারটেননমেন্ট সিস্টেম বিশ্বব্যাপী নতুন নতুন গন্তব্যে জনপ্রিয় হয়ে উঠছে। তুলনামূলক কম খরচ, পরিবেশবান্ধব ও সময়ের কারণে বিশ্বব্যাপী এয়ারালাইন্স কোম্পানির কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে।

বিশ্বের অনেক নামকরা এয়ারলাইন্স ইতিমধ্যে বোয়িং ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফট ব্যবহার শুরু করেছে। ইউএস-বাংলার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আগামী ৩১ মার্চ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য ভারতের চেন্নাইতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশি কোনো এয়ারলাইন্স সরাসরি বাংলাদেশ থেকে চেন্নাই ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এয়ারক্যাপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ কমার্শিয়াল অফিসার ফিলিপ স্ক্রাগস্, লিজিং কোম্পানির সুতেশ সেলভারাতনাম, দি বোয়িং কোম্পানির ডাইরেক্টর সেলস্ এন্ড মার্কেটিং আহসেন রাজপুত সহ ইউএস-বাংলা এয়ারলাইন্স এর কর্মকর্তাবৃন্দ। এর আগে ২০১৪ সালের ১৭ই জুলাই ‘ফ্লাই ফাস্ট- ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে ২টি ড্যাশ-৮ কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রা শুরু করেছিলো। বর্তমানে চারটি বোয়িং ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ সহ মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলার বিমান বহরে। অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও বর্তমানে সিংগাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, দোহা, মাসকাট ও কলকাতা রুটে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করছে।


Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031