আনুষ্ঠানিকভাবে দখলদার শক্তি হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ইহুদিবাদী ইসরায়েলকে । সংস্থাটির এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। ইউনেস্কোর নির্বাহী পরিষদের বৈঠকে গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে।

প্রস্তাবটির ভিত্তিতে ওই বিবৃতি দিয়েছে সংস্থাটি। ওই প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনসহ বিভিন্ন তৎপরতার নিন্দা জানানো হয়েছে।

ইউনেস্কো বলেছে, জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ধ্বংস করছে ইসরায়েল। তারা পূর্ব বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে খনন কাজসহ ঐতিহ্য ধ্বংসকারী সব তৎপরতা বন্ধ করে বলেছে।

মঙ্গলবার নির্বাহী পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়ে। সেখানে ভোটাভুটিতে ২২টি দেশের সমর্থন পেয়ে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালিসহ মোট ১০টি দেশ।

ইউনেস্কোর প্রস্তাবে আরও বলা হয়েছে, তিনটি ধর্মের মানুষের কাছে পবিত্র শহর হিসেবে পরিচিত বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের মর্যাদা ক্ষুণ্ণ করছে ইসরায়েল। একই সঙ্গে গাজা উপত্যকায় অবরোধ আরোপের কঠোর নিন্দা জানানো হয়।

ইউনেস্কোর নির্বাহী পরিষদে এ প্রস্তাব পাসকে ‘আন্তর্জাতিক আইনের জয়’ বলে মনে করছেন ফিলিস্তিনি নেতারা।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি বলেছেন, ‘এর মধ্যদিয়ে ইসরায়েলের অন্যায়, দখলদারি, অবৈধ নীতির বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষ অবস্থান নিয়েছে বিশ্ব। আমরা আন্তর্জাতিক আইনের আলোকেই ইসরায়েলি দখলদারিত্ব মোকাবেলা করব।’

অন্যদিকে এ প্রস্তাবের সমালোচনা করেছে দখলদার ইসরায়েল। তারা বলেছে, এ প্রস্তাব তাদের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না।

এদিকে ইসরায়েলের বিপক্ষে ভোট দেয়ায় আনুষ্ঠানিকভাবে সুইডেনের তিরস্কার করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের সুইডেনের রাষ্ট্রদূত কার্ল ম্যাগনাস নিসারকে তলব করা হয়েছে। কারণে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র সুইডেনই ইউনেস্কোর প্রস্তাবকে সমর্থন করে ভোট প্রদান করেছে।

সূত্র: পার্স টুডে ও ওয়াশিংটন পোস্ট

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031