ইউরো পতনের জন্য প্রস্তুত ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা । বর্তমানে এ মুদ্রা যে অবস্থায় আছে তাতে সে আর টিকে থাকতে পারবে না। এমন সতর্কতা উচ্চারণ করেছেন ইউরো নামের এ মুদ্রার অন্যতম প্রধান প্রবক্তা ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রথম প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ওতমার ইসিং। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রফেসর ওতমার ইসিং বলেছেন, ইউরো মুদ্রার যে উদ্দেশে সৃষ্টি করা হয়েছিল তা বর্তমানে অকার্যকর। এর জন্য এর পতনের ঝুঁকি রয়েছে। তিনি বলেছেন, ভয়ংকরবাবে ইসিবি তার সীমানা বেশি বাড়িয়েছে। এই একক মুদ্রা দিয়ে তারা ১৯টি দেশের অর্থনীতি ম্যানেজ করার চেষ্টা করছে। বাণিজ্য বিষয়ক জার্নাল ‘সেন্ট্রাল ব্যাংকিং’কে তিনি তাসের কার্ডের সঙ্গে তুলনা করে বলেছেন, একদিন ‘হাউজ অব কার্ডস’-এর পতন ঘটবে। তার ভাষায় ২০০২ সালে এই মুদ্রাটি চালু করার মুহূর্ত থেকে এটি নিয়ে একক মুদ্রা হিসেবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিন্তু এর সঙ্গে প্রতারণা করেছে আঞ্চলিক রাজনীতি। এ মুদ্রা একটি সঙ্কট থেকে আরেকটি সংকটের সঙ্গে লড়াই করেছে। এখন আর কতদিন তা অব্যাহত থাকবে সে বিষয়ে পূর্বাভাস করা খুব কঠিন। তবে এ ধারা অনাদিকাল পর্যন্ত চলতে পারে না। তিনি বিশ্বাস করেন দেউলিয়া হওয়া রাষ্ট্র যেমন গ্রিস ও আয়ারল্যান্টের মতো দেশের সঙ্কট থেকে উত্তরণে সহায়তা করতে রাজি হয়েছিল ইসিবি। এটাই তাদের ভয়াবহ ভুল। তিনি বলেন, দ্য স্টাবিলিটি অ্যান্ড গ্রোথ প্যাক্ট অনেক অথবা নূন্যতম হলেও ব্যর্থ হয়েছে। ইসিবির হস্তক্ষেপের মাধ্যমে মার্কেট ব্যবস্থাপনাকে সরিয়ে নেয়া হয়েছে। ফলে বাজার অথবা রাজনীতি ক্ষেত্র থেকে আর্থিক নিয়ন্ত্রণের কোনো কৌশল নেই। আর্থিক ইউনিয়নে এটাই সবচেয়ে বড় বিপর্যয়। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্য ছাড়া এই মুদ্রার অভিন্নতা বিষয়ক সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। তবে রাজনৈতিক এমন ঐক্য হওয়ারও সম্ভাবনা কম।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
