‘সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্মজীবনধারা’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস,২০১৮ উদযাপন উপলক্ষে ইপসা ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টার’র উদ্যোগে,লাইফবোট প্রজেক্ট’র সহায়তায় ইপসা প্রধান কার্যালয়ে বিকাল ৪টায় এক আলোচনাসভা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও ক্যাম্পেইন: Press For Progress অনুষ্ঠিত হয়।

ইপসা’র সাধারন পরিষদের সদস্য শামসুন্নাহার চৌধুরী লোপার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দিকা চৌধুরী সীমা, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাদিয়া তাজিন (প্রোগ্রাম অফিসার, ডিআরসি) শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আলী শাহীন (প্রজেক্ট ম্যানেজার, লাইফবোট প্রজেক্ট)ও সমাপনী বক্তব্য রাখেন ইপসা প্রধান নির্বাহী জনাব মোঃ আরিফুর রহমান।

মূল প্রবন্ধের উপর আলোচনা করেন,মোঃ মাহাবুবর রহমান(পরিচালক, সামাজিক উন্নয়ন) মোঃমনজুর মোরশেদ চৌধুরী(পরিচালক,অর্থনৈতিক উন্নয়ন)।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোখসানা বেগম(ম্যানেজার, ফাইন্যান্স), আমেনা বেগম, ফারহানা ইদ্রিস, আবদুল্লাহ আল শাকির, রুনা মন্ডল, স্বর্ণা আক্তার, নাজমা আক্তার, নাছিমা আক্তার, রীমা আক্তার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,শ্যামশ্রী দাশ(প্রোগ্রাম কো-অর্ডিনেটর, এপিলাপ প্রজেক্ট)।

সভায় বক্তাগনের পক্ষে গ্রাম শহরের নারীদের কর্মধারা ও অর্জনকে জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সবক্ষেত্রে বৈষম্যহীনভাবে মর্যাদা দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031