ইমরান খান ফের বিস্ফোরক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। গতকাল শুক্রবার তিনি বলেছেন, দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আদালতের আদেশ নস্যাৎ করতে ব্যস্ত ছিলেন, আমাকে হত্যাচেষ্টার তদন্তে নাশকতা করেছেন এবং এখন দলের কর্মীর জিলে শাহের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। খবর ডনের।

তিনি তার বিরোধী দলের নেতা আসিফ জারদারি, নওয়াজ শরিফ ও শেহবাজ শরিফকে অপরাধী বলে আখ্যায়িত করেছেন। পিটিআই প্রধান বলেছেন, তারা দেশকে পুরোপুরি বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি এ সময় পাকিস্তানবিরোধী ও গণবিরোধী শক্তিকে পরাজিত করতে ‘হাকিকি আজাদি’ আন্দোলনে যোগ দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

ইমরান খান দলীয় কর্মী জিলে শাহের ওপর চালানো নির্মম নির্যাতনে গভীর উদ্বেগ ও বেদনা প্রকাশ করেন। শীর্ষ এক সামরিক কর্মকর্তার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, একজন সাইকোপ্যাথ-এর সমর্থনে তারা সমাজে ভয়ের সঞ্চার করতে চাচ্ছে। যেন জাতি চুপ করে বসে থাকে এবং দুর্নীতিবাজ শাসকদের আসন্ন সাধারণ নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করে।

গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান। এরপর তিনি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছিলেন। দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলতে সেনাপ্রধানকে বোঝানো হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031