প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’র মামলায় জামিন নিতে আদালতে যাওয়ার পর গাড়িতে ডিম ছোড়ার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি এ জন্য ছাত্রলীগকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। বলেছেন, চোর ডাকাতরা ক্ষমতায় থাকবে, কিন্তু তাদের কিছু বলা যাবে না।’
রবিবার সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে গেলে ইমরানের গাড়িকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এর ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আদালতে থেকেই ইমরান তার ওপর ‘হামলা’র জন্য ছাত্রলীগকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দেন।