ইসরাইল গাজায় গণমাধ্যম অফিসে হামলা চালিয়েছে। বোমা হামলা চালিয়ে আল জাজিরা এবং এপির অফিস গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা। এদিকে, ইসরাইলি হামলায় গাজায় আজও অন্তত দশ জন নিহত হয়েছেন। আল-শাত নামে একটি শরণার্থী শিবিরের ওপর ইসরায়েলি বিমান হামলায় দুটি পরিবারের সাত জন নিহত হয়েছে। খবরে বলা হয়েছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া পাঁচ মাস বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং সে ছাড়া ওই পরিবারের আর কেউ বেঁচে নেই। ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণের জবাবে হামাস ইসরায়েলে আরো অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করেছে। এ পর্যন্ত অন্তত একশ’ চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অন্যদিকে, হামাসের রকেট হামলায় আট ইসরাইলি নিহত হয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
