গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে  । এর পরপরই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাৎক্ষণিকভাবে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পাকিস্তান পুলিশ। এক সঙ্গে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইসলামাবাদের পুলিশ প্রধান হুঁশিয়ারি দিয়ে জানান, কেউ প্রতিবাদের জন্য রাস্তায় নামলে তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে এরই মধ্যে পাকিস্তানের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন পিটিআইয়ের সমর্থক ও কর্মীরা।

ডন জানাচ্ছে, লাহোরে লিবার্টি চকে জড়ো হয়েছেন ইমরানের দলের সমর্থকরা। সেখানে সিনেটর এজাজ চৌধুরীর নেতৃত্বে পিটিআই কর্মীরা প্রতিবাদ করছেন। অন্যদিকে করাচিতে শরিয়া ফয়সালের উভয় লেনই বন্ধ করে দিয়েছেন পিটিআই কর্মীরা।

এছাড়া বানারস চক, আল আসিফ স্কয়ারের বিক্ষোভে নেমেছেন ইমরানের কর্মীরা। ডনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরে এক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়েছে ইমরানের সমর্থকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একদল ব্যক্তি পিটিআইয়ের ছবি মুখে লাগিয়ে লাঠি হাতে সেনা কর্মকর্তার বাড়ির গেটে প্রবেশ করেছেন। তারা লাঠি দিয়ে দেয়ালে আঘাত করছেন।

রাওয়ালপিন্ডিতেও পিটিআই কর্মীদের জড়ো হওয়ার খবর জানিয়েছে ডন। এছাড়া খাইবার পাখতুন খোয়ার লাক্কি মারওয়াল জেলাতেও বিক্ষোভে নেমেছেন ইমরানের দলের লোকেরা। সেখানে নেতৃত্ব দিচ্ছেন প্রাদেশিক পার্টি প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল। তারা ইমরান খানের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031