দুই হাজার পিচ ইয়াবাসহ দুই সহোদরকে আটক করা হয়েছে । মঙ্গলবার ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকা থেকে ইয়াবা বেচাকেনার সংবাদে পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো- সাবরাং ইউনিয়নের ডেইলপাড়ার পেরান আলীর ছেলে আবুল কালাম প্রকাশ আবুইয়া (২০) ও ফরিদ আলম (২০)।
টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দীন খাঁন জানান, ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া রাস্তায় মাথায় অবস্থান নেয় পুলিশ। এ সময় দুই সহোদরকে আটক করে পরে তাদেরকে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ২হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৬ লাখ টাকা।
তিনি আরো জানান, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে কাটাবনিয়া এলাকার আবদুল মাবুদের ছেলে ওমর ফারুক ও আবদুল কুদ্দুসের ছেলে সিরাজুল ইসলামকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদেরকে পলাতক আসামী করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031