৩০০ ইয়াবাসহ সুমন ওরফে ডিজে সুমন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ গাজীপুরের টঙ্গী থেকে ।
শনিবার দুপুরে তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠনো হয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের এএসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ডিজে সুমনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।
সুমন টঙ্গীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
