জেলা প্রশাসন চট্টগ্রামে ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে অভিযানে নেমেছে । সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর দামপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
ইশতিয়াক আহমেদ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে মোবাইল কোর্ট চলছে। কোন পরিবহনকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় না করতে দেওয়া হবে না।
