ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিয়ে মানুষে মানুষে সমপ্রীতি, সৌভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সমাজ থেকে বৈষম্য দূর করবে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন। একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠাই একটি স্বাধীন দেশের আরাধ্য লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
৩০ জুন বিকেলে নজরুল স্কয়ার (ডিসি হিলে) দু দিনব্যাপী সম্মিলিত ঈদ আনন্দ উৎসব চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজ এর।
মেয়র আরও বলেন, বাঙালির চিরন্তন সাংস্কৃতিক ঐতিহ্যের ধারার সাথে ঈদ উৎসবের যোগসূত্রতায় নতুন প্রজন্ম পরিশুদ্ধ হতে পারে। আজকাল আমাদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে আকাশ সংস্কৃতির আগ্রাসন চলছে। বিকৃতি, উন্মাদনা ও উলঙ্গপনায় যুব সমাজ শিকড়চ্যুত হচ্ছে এবং একটি ভোগবাদী সমাজের নষ্ট কীটে পরিণত হচ্ছে। এই অবক্ষয় রোধ করা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই ধর্মীয় অনুশাসন পালন ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারনের মধ্য দিয়ে আমাদের পবিত্র হতে হবে।
উৎসবের উদ্বোধক বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি শিল্প উদ্যোক্তা মঈন উদ্দিন আহমদ মিন্টু বলেন, মন থেকে, চিন্তা-চেতনা থেকে সংকীর্ণতা ধূয়ে-মুছে না গেলে কখনো আত্মশুদ্ধি হয় না। আত্মশুদ্ধি না হলে আনন্দও বিষাদময় হয়ে উঠে।
সভাপতির বক্তব্যে সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শেখ মাহমুদ ইসহাক বলেন, ঈদের আনন্দের সাথে প্রাকৃতিক সৌন্দর্য ও মুক্ত আলো বাতাসের অবগাহন রচনায় ঈদ আনন্দ উৎসব নতুন মাত্রা সংযোজন করবে। এই আনন্দ নির্মলতায় ও পবিত্রতায় সকলকে শুদ্ধ করলেই আমাদের আনন্দের সীমা থাকবে না।
চট্টগ্রামে প্রথমবারের মত অনুষ্ঠিত ঈদ আনন্দ উৎসবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শোভাযাত্রাটি ডিসি হিল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে ফিরে আসে।
সম্মিলিত ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী সংস্কৃতিক কর্মী খোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনায় সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব আবদুল মান্নান ফেরদৌস।
ঘোষণা পত্র পাঠ করেন সমন্বয়কারী কে এম মামুন রাজা।
শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব এ এম মহিউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, শ্রমিক নেতা শফি বাঙালি, বিশিষ্ট সমাজসেবক মো. শাহবুদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা সভাপতি অনুপ বিশ্বাস, সমাজকর্মী তিলোত্তমা চট্টগ্রামের চেয়ারম্যান ডা. শাহেলা আবেদীন রিমা।
আজ ১ জুলাই বিকেল চারটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এছাড়া দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
