রেলওয়ে নগরীর পাহাড়তলী থেকে লালখানবাজার পর্যন্ত এক দশমিক সাত একর এলাকা জুড়ে অস্থায়ী স্থাপনাসহ ভাসমান লোককে উচ্ছেদে অভিযানে নেমেছে ।

সোমবার সকাল ১০টা থেকে এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রেলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ইসরাত রেজা। তাঁকে সহযোগিতা করছেন পুলিশ সদস্য ও রেলওয়ের নিরাপত্তাকর্মীরা।

 প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে অভিযান শুরুর পর ভাসমান লোকজন বেশ কয়েক দফায় সড়ক অবরোধের চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর ভূমিকার কারণে ভাসমান লোকজন বেশিক্ষণ সড়কে অবস্থান নিতে পারেনি।

ম্যাজিস্ট্রেট ইসরাত রেজা বলেন, দীর্ঘদিন ধরে নগরীর পাহারতলী, টাইগারপাস ও লালখান বাজারের ফুতপাতসহ রাস্তা ও রাস্তার আশপাশের এলাকা ভাসমান লোকজনের দখলে ছিল। আজ ওই সব স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। সকাল ১০টা থেকে পাহাড়তলী থেকে টাইগারপাস পর্যন্ত প্রায় ২০০ টি ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখন লালখানবাজার এলাকায় উচ্ছেদ অভিযান চলছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031