সকালে ধানমন্ডি গভঃ বয়েজ স্কুলে পরীক্ষা দেখতে যান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের কোনো মিল থাকে না। জেসএসরি গণিত বিষয়ে সৃজনশীল নিয়ে অভিভাবকদের অভিযোগ বেশ পুরনো। মঙ্গলবার পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে সেই অভিযোগ তোলেন অভিভাবকরা। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে গণিতে সৃজনশীল চালু করা হয়েছে। এটা থাকবে।

মঙ্গলবার সারাদেশে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন।

 জড়িতদের ধরার পর সবাই স্বীকার করে ভুয়া প্রশ্নই তারা বিক্রি করে। সেটা কিনে নেয় অভিভাবকরা।’

এই চক্রের হাত থেকে বাচ্চাদের দূরে রাখারও আহ্বান জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার পথে এক অভিভাবক গণিতের বিষয়টি তোলেন। মন্ত্রী তাকে বলেন, ‘বাচ্চাদের গণিত নিয়ে ভয় দেখাবেন না। ওরা পারবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে গণিত সৃজনশীল করা হয়েছে। এতে উপকার হবে।’

এবার জেএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন। এর মধ্যে ৯ লাখ ৪৯ হাজার ১৪৫ জন ছেলে এবং ১০ লাখ ৭৫ হাজার ২২৮ জন মেয়ে।

এছাড়া জেডিসিতে অংশ নেবে ৩ লাখ ৭৮ হাজার ৪৭২ শিক্ষার্থী। এদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ২২৮জন ছাত্র এবং ১ লাখ ৯৯ হাজার ২৪৪ জন ছাত্রী।

জেএসসি পরীক্ষা কবে থেকে প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে হবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031