উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, এই ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ৫০০ কিলোমিটার উড়ে যায়। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠক শেষে ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে, ‘আমেরিকা পুরোপুরি জাপানের পেছনে আছে। জাপান আমেরিকার মহান মিত্র।’ প্রধানমন্ত্রী আবে বলেছেন, উত্তর কোরিয়ার ওই পরীক্ষা ‘সম্পূর্ণ অসহনীয়।’ জাপানের কর্মকর্তারা অবশ্য বলেছেন, ওই ক্ষেপণাস্ত্র জাপানের সমুদ্র সীমায় পৌঁছায়নি। নিজের যুক্তরাষ্ট্র সফরে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আবে আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে, দু-দেশের মৈত্রী আরও শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর। তবে নিজের নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্প বলেছেন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় আমেরিকার প্রতিরক্ষা অঙ্গীকার অসম। তিনি জাপানের প্রতি সেদেশে অবস্থানরত মার্কিন সেনাদের সম্পূর্ণ ভরণপোষণের খরচ প্রদানের দাবি জানান! তাই প্রধানমন্ত্রী আবের সঙ্গে তার বৈঠক শেষে দেয়া বক্তব্য আগের অবস্থান থেকে সরে যাওয়ার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। গত বছর উত্তর কোরিয়া বেশ কয়েকটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এতে ওই অঞ্চলে সতর্কতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের সময় ছিল স্থানীয় সময় ৭টা ৫৫ মিনিট। কোরিয়ান উপদ্বীপের পশ্চিমে অবস্থিত উত্তর পিয়ংগান প্রদেশে বাংইয়ন বিমান ঘাঁটি থেকে ওই পরীক্ষা চালানো হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
