সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন । তিনি উত্তর জেলা আওয়ামী লীগের প্রথম সহ-সভাপতি। রাউজান থেকে চারবারের সংসদ সদস্য। এছাড়া তিনি দশম জাতীয় সংসদে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে ফজলে করিমকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করার বিষয়টি উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামকে কেন্দ্র থেকে জানানো হয়।
গত ২৭ জানুয়ারি প্রবীণ আওয়ামী লীগ নেতা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরী মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির পদটি শূন্য হয়ে যায়। এখন উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করে কেন্দ্রে পাঠানোর সময় প্রথম সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম স্বাক্ষর করে কেন্দ্রে পাঠিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দৈনিক আজাদীকে বলেন, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালামকে বিষয়টি জানিয়েছি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
