শীর্ষ ব্যবসায়ী নেতারা প্রথম ভোট উন্নয়নের স্বার্থে, শান্তির পক্ষে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন । তারা তরুণদের উদ্দেশে বলেছেন, ‘তোমাদের ভোটের অনেক মূল্য। তুমিই বাংলাদেশকে প্রতিনিধিত্ব কর। যে দেশকে প্রতিনিধিত্ব করে সে কখনও তাকে পেছনে ফেলতে চায় না। সব উন্নয়নের সুফল তোমার। তুমি মানেই শান্তি। তাই তুমিই বাংলাদেশ। আমরা বলবো না কোন মার্কায় ভোট দিতে হবে। বিবেকে প্রশ্ন কর কাকে ভোট দেবে।’

সোমবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আই এম বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন অপরাজেয় বাংলা এবং ‘হ্যাসট্যাগ আতিক ফর ঢাকা’।

বিজিএমইএ সাবেক সভাপতি আতিকুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, চিত্রনায়ক ফেরদৌস, সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজা, ক্রিকেটার সাকিব আল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে কয়েকশ তরুণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে কয়েকজন তাদের মতামত তুলে ধরেন। প্রশ্ন করেন উপস্থিত অতিথিদের। অনুষ্ঠানে সাংস্কৃতিক, অর্থনীতিবিদ, সুশীল সমাজ, চিকিৎসক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আগামী ৩০ তারিখ আমাদের জাতীয় নির্বাচন।  এ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য আমরা অনেক কাজ করতে হবে যে যার অবস্থান থেকে।  আমাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে।’

শফিউল বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বাংলাদেশ হবে স্বপ্নের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। সেই প্রত্যাশায় আমরা। তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করে ভোট দেবে। আমরা বলবো না কোন মার্কায় ভোট দিতে হবে।’

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, ‘এবারের নির্বাচনে প্রায় আড়াই কোটি তরুণ রয়েছে যারা জীবনে প্রথমবারের মতো সরকার নির্বাচিত করবে। তোমরা শুধু উন্নয়নের পক্ষে থাকবে, শান্তির পক্ষে থাকবে। বর্তমানে যেভাবে দেশটা গড়ার পরিকল্পনা চলছে তার সব সুফল তোমরাই ভোগ করবে।’

ক্রিকেটার সাবিক আল হাসান বলেন, ‘আগামীতে সবাই উন্নয়নের পক্ষে ভোট দেবেন বলে আমার প্রত্যাশা। সেই উন্নয়নের পক্ষের মার্কা হচ্ছে নৌকা। সেটা আর বলার অপেক্ষা রাখে না।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031