এক শ্রেণির নেতারা বলে থাকেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান বলেছেন, । এটা সম্পূর্ণ দুই নাম্বারি কথা। আমার কথা হচ্ছে কেন পারবে না? গত ৯ বছরে দেশের যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আমরা যদি ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে পারি কোনো ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না। গতকাল বিকালে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খানের সভাপতিত্বে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নেত্রী যাকে নমিনেশন দেন আমরা সকলে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করব। বিএনপি ষড়যন্ত্র আর জ্বালাও-পোড়াও ছাড়া কিছুই করেনি।
আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করব, কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান সালমান এফ রহমান। তিনি বলেন, দোহার-নবাবগঞ্জ উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়তে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমরা আজ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছি, বঙ্গবন্ধু ও তার পরিবারের ত্যাগের কারণে। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশ আজ বিশ্ব দরবারে সাহসী ও উন্নয়নশীল জাতি হিসেবে নতুন ভাবে দাঁড়িয়েছে। আমরা তার নেতৃত্বেই এগিয়ে যাবো। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। কেরানীগঞ্জের জিনজিরা থেকে নবাবগঞ্জ, দোহার হয়ে শ্রীনগর পর্যন্ত ৪ লেনের প্রায় ৫শ’ কোটি টাকার রাস্তার কাজ একনেকে পাস হয়েছে। এছাড়া দোহার-নবাবগঞ্জের ব্রিজ কালভার্ট নির্মাণে ৫০ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছে। এ অঞ্চলবাসীর প্রত্যাশিত গ্যাস সংযোগের প্রস্তাবনা রয়েছে। সুতরাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ বেনজির আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের সহ- সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, ঢাকা জেলা পরিষদের এস এম সাইফুল ইসলাম, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর-এ আলম, কলাকোপা ইউপি চেয়ারম্যান আলহাজ ইব্রাহিম খলিল, শোল্লা ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান তুহিন প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আমরা আজ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছি, বঙ্গবন্ধু ও তার পরিবারের ত্যাগের কারণে। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশ আজ বিশ্ব দরবারে সাহসী ও উন্নয়নশীল জাতি হিসেবে নতুন ভাবে দাঁড়িয়েছে। আমরা তার নেতৃত্বেই এগিয়ে যাবো। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। কেরানীগঞ্জের জিনজিরা থেকে নবাবগঞ্জ, দোহার হয়ে শ্রীনগর পর্যন্ত ৪ লেনের প্রায় ৫শ’ কোটি টাকার রাস্তার কাজ একনেকে পাস হয়েছে। এছাড়া দোহার-নবাবগঞ্জের ব্রিজ কালভার্ট নির্মাণে ৫০ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছে। এ অঞ্চলবাসীর প্রত্যাশিত গ্যাস সংযোগের প্রস্তাবনা রয়েছে। সুতরাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ বেনজির আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের সহ- সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, ঢাকা জেলা পরিষদের এস এম সাইফুল ইসলাম, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর-এ আলম, কলাকোপা ইউপি চেয়ারম্যান আলহাজ ইব্রাহিম খলিল, শোল্লা ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান তুহিন প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
