সচেতন নাগরিক কমিটি(সনাক) চট্টগ্রামের আহবায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার দুর্নীতি বিরোধী আন্দোলনের সাথে সুশাসনের সম্পর্ক এক বলে জানিয়েছেন । সিটিভিতে কেন ছয় ঘন্টা সম্প্রচার হচ্ছে না তা নিয়ে টিআইবি একটি অনুসন্ধানী প্রতিবেদন করবে বলেও জানান তিনি।

রোববার(২৫ সেপ্টেম্বর)চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে ‘দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেন সচেতন নাগরিক কমিটি(সনাক)ও টিআইবি চট্টগ্রাম।

সভাপতির বক্তব্যে সচেতন নাগরিক কমিটি(সনাক)চট্টগ্রামের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন,দেশে দুর্নীতি বিরোধী আন্দোলনের সাথে সুশাসনের সম্পর্ক এক হয়ে গেছে।রাজনৈতিক দলগুলোর মধ্যে সুশাসন ও গনতন্ত্র নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন,রাস্তাঘাট সংস্কারে কাজ করতে গেলে দুর্নীতি হয়। হাসপাতালের গেট ও সিড়িতে পর্যন্ত দুর্নীতি হয়।শিক্ষাবোর্ড থেকে সাব-রেজিষ্ট্রি অফিসসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দুর্নীতি হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেবা সামগ্রী ক্রয় করায় যে দুর্নীতি হয়েছে তা নিয়েও কাজ করছেন বলে জানান তিনি।

সিটিভির সম্প্রচার ৬ ঘন্টা প্রচার না করার অন্যতম কারণ দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন,রাজনৈতিক দলের দখল-বেদখলের কারণে টাকা পয়সা দিয়ে মানহীন খবর প্রচার হয় বলেও উল্লেখ করেন তিনি।
সিটিভিতে প্রধানমন্ত্রীর সম্মতি থাকার পরও কেন ছয় ঘন্টার পরিবর্তে এক থেকে দেড় ঘন্টার প্রচার হয় তা নিয়ে টিআইবি একটি অনুসন্ধানী প্রতিবেদন করবে বলেও জানান তিনি।

মত বিনিময় সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয় টিআইবির প্রোগ্রাম ম্যানেজার একেএম রেজাউল কবির।

তিনি বলেন,টিআইবির জন্ম হয়েছে বিশ্ব থেকে দুর্নীতি দুর করা।১৯৯৬ সালে টিআইবি’র জন্ম হয়েছে। যা প্রত্যেক দেশে একযোগে দুর্নীতি রোধে কাজ করছে।সচেতনতার অভাবে দুর্নীতি বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক এজাজ ইউসুফী বলেন,রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির কারনে দেশে আজ উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।এখন আগের চেয়ে কম দুর্নীতি হয় বলে দেশের প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত হয়েছে। সাংবাদিকরা যেখানে দুর্নীতি সেখানে লেখালেখি করে আন্দোলন করে।

সাংবাদিকদের বেতন কাঠামো কম হওয়ার কারণে যেভাবে সংবাদ উপস্থান করার দরকার সেভাবে উপস্থাপন করতে পারছে বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আক্তার বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আলাদা প্রতিষ্ঠান।সেখানে আগে কর্মচারী নিয়োগে দুর্নীতি হতো।গত বছর থেকে নতুন উপাচার্য আসার পর তা হচ্ছে না।এমনও হয়েছে কর্মচারীর নিয়োগ নিয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত ঘুষের লেনদেন হয়েছে। যা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত রিপোর্ট গেছে বলে জানান তিনি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031