একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ছড়ারকূল এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে । নিহত আবদুর রহিম(৩০) মুহুরী হাট এলাকার মো. সোলায়মানের ছেলে।
শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই ব্যক্তি মোটর সাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে একটি রিকশাকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় রহিমকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
