শুক্রবার আরো ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে। এদের মধ্যে ৪ জনের শরীরে করোনার পজিটিভ ছিল বলে জানিয়েছে ঢামেক মর্গ সুত্র।

সূত্র আরো জানায়, গত রাত ১২ টার পর থেকে এ পর্যন্ত মোট ২০ জন মারা গেছেন। এর মধ্যে ৪ জন করোনা পজিটিভ, বাকী ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর আগে গত দুদিনে আরো ৩৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৫ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ছিল। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৩৩ জনের মধ্যে ৪ জন নারী।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ৬ জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।

ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব-কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান জানান, প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031