এক নারী সাউদাম্পটনের একটি সুপার মার্কেটের কারপার্কে সন্তান জন্ম দিয়েছেন । লকডাউনের কারণে ঘরেই অবস্থান করছিলেন অন্ত:সত্তা হানা। ১৯ই এপ্রিল তার প্রসব বেদনা উঠলে তাকে নিজের গাড়িতে করে সাউদাম্পটনের প্রিন্সেস অ্যান হাসপাতালে নেয়ার চেষ্টা করে তার শিক্ষক স্বামী। কিন্তু সময়ের সাথে সাথে তার প্রসববেদনা বাড়ছিল। এক পর্যায়ে তিনি বুঝতে পারছিলেন যথাসময়ে হাসপাতালে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব নয়। এই সময় তাদের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। হানার স্বামী অ্যান্ডি হাওলস অ্যাম্বুলেন্সকে থামানোর জন্য হাতের ইশারা করেন। অ্যাম্বুলেন্সের চালক তার এই সাহায্যের ইশারাটি বুঝতে পারেননি।

অ্যাম্বুলেন্স চালক ভেবে নেন দুর্যোগকালে ঝুঁকি নিয়ে সার্ভিস দেয়ার জন্য হয়তো তাদের উৎসাহিত করছেন এই ভদ্রলোক। অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর স্ত্রীর চূড়ান্ত প্রসব বেদনা বুঝতে পেরে সামনের একটি সেন্সবেরী সুপার মার্কেটের কার পার্কিংয়ে নিয়ে তার কার থামান। এই অবস্থায় তিনি ৯৯৯ নাম্বারে ফোন করে হাসপাতালের ধাত্রীর সাথে কথা বলেন। ততক্ষণে তাদের পুত্র সন্তান অর্ধেক ডেলিভারি হয়ে যায়। হানা তখনো গাড়ির সামনের আসনে বসা ছিলেন। এমনকি তার সিট বেল্টটিও তখন পর্যন্ত বাঁধা ছিল। অ্যান্ডি হাওলস টেলিফোনে ধাত্রীর পরামর্শ নিয়ে স্ত্রীকে প্রসবে সহায়তা করেন। সেখানেই তার স্ত্রী হানা একটি পুত্র সন্তানের জন্ম দেন। অ্যান্ডি হাওলস পরে ৯৯৯ নম্বরে ফোন করে পাওয়া সহায়তাকারী কেলি অ্যান ব্লেইকসহ তার টিমকে ধন্যবাদ জানান। সেদিনই তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাচ্চাসহ বাড়ি ফিরেছেন। এই সময় তাদের তিন বছর বয়সি বড় সন্তানটি দাদি দেখাশোনা করছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031