টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম আরেকটি নতুন মাইলফলক স্পর্শ করলেন। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসান এই মাইলফলক স্পর্শ করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকুর রহিম বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন।
শুক্রবার নিদাহাস ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নামার আগে এক রান পূর্ণ করতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল ২৫ রান। ম্যাচটিতে তিনি আউটন হন ২৮ রান করে। এই রান করতে ২৫টি বল মোকাবেলা করেন তিনি।
নিদাহাস ট্রফিতে মুশফিকুর রহিম দারুণ খেলছেন। সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। ওই ম্যাচে ১৮ রান করেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বল খেলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। তারপর ভারতের বিপক্ষে ৫৫ বল খেলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি।