এ মামলার আসামি পক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুদকের এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন । আজ মামলা আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে শুনানিতে তিনি একথা বলেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টকে ব্যক্তিগত ট্রাস্ট উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এ ট্রাস্টের অনুসন্ধান, তদন্ত চার্জশীট ও বিচার চাওয়ার কোনো এখতিয়ার দুদকের নেই। তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে যে বিচার হচ্ছে এটি এখতিয়ারবিহীন বিচার। যেহেতু এ মামলায় দুদক আইনের কোনো বিষয় বস্তু নেই সে কারণে আসামিরা অব্যাহতি পাবে বলে আশা প্রকাশ করেন এ আইনজীবী ।
আইনজীবী আমিনুল ইসলাম বলেন, যে অভিযোগ আনা হয়েছে সেটি সঠিক নয়।
ক্ষমতার প্রয়োগের মাধ্যমে এ ট্রাস্ট গঠন করা হয়নি। কোনো সাক্ষী এসে বলেনি যে তাদের কাছ থেকে অবৈধভাবে কোনো টাকা আদায় করা হয়েছে।
