বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না। কিন্তু বিশ্বকাপের সাথে যেন সবসময় জড়িয়ে থাকে বাংলাদেশ। প্রতিবারই বিশ্বকাপের আগে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি ঘুরে যায় অন্যান্য দেশের মত বাংলাদেশেও। এবারেও ঢাকায় এসেছে বিশ্বকাপের ট্রফি। ৬০ ঘণ্টার সফরে স্বপ্নের এই ট্রফি গতকাল দুপুরে ফিফার প্রতিনিধি দল ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তিয়ঁ কাহেম্বুর সঙ্গে ঢাকায় পৌঁছায়। গতকাল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে দেখাতে বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় বঙ্গভবন ও গণভবনে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে এই ট্রফি দেখানো হয়েছে। এরপর বিশ্বকাপ ট্রফি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এ ট্রফি বরণ উপলক্ষে আগত প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী প্রতিনিধিদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি নিজের পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে স্মৃতিচারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, তার পিতামহ, পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভ্রাতাগণ, সন্তানগণ এমনকি নাতি-নাতনিগণও অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবিদ। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। এর আগে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা এসেছিল। তবে এবারে এসেছে আসল ট্রফি। আজ বৃহস্পতিবার সকালে হোটেল রেডিসনে রাখা হবে ট্রফি। সেখানে দেখতে পারবেন বিশিষ্টজনেরা। এরপর বিকেলে আর্মি স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ জয়ী দুই তারকা স্পেনের ইকের কাসিয়াস ও ব্রাজিলের কাকার উপস্থিতিতে গত ১২ মে দুবাইয়ে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়।

কাতার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দেশসহ মোট ৫১টি দেশে ভ্রমণ করবে এই ট্রফি। ফিফা ও কোকা কোলার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উদ্যোগী হয়ে ট্রফি ঢাকায় আনার ব্যবস্থা করে। কালো কাপড়ে ঢাকা ট্রফি কাহেম্বু উন্মোচন করলে উপস্থিত অনেকে সেটা দেখার সুযোগ পান।

বিশ্বকাপ ট্রফি সবশেষ ঢাকায় এসেছিল ব্রাজিল বিশ্বকাপের আগে ২০১৩ সালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে ট্রফি বাংলাদেশে আসেনি। এ বছর কাতার বিশ্বকাপ ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর।এবার ফের বিশ্বকাপ ট্রফি এলো বাংলাদেশে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031