আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে আছেন । এ পর্যন্ত অসমর্থিত সূত্রে পাওয়া ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৬৯টি কেন্দ্রের প্রাথমিক ফলে দেয়া যায় আইভী পেয়েছেন, ১ লাখ ৭৩ হাজার ৮২৬ ভোট, আর সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪৮ভোট। রাত নয়টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ৮৭ কেন্দ্রের ফলে আইভী ৭৮৬১৬ ভোট, সাখাওয়াত পেয়েছেন ৪৪৬৯৬ভোট।
দিনভর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ভোটের পরিবেশ নিয়ে প্রার্থী ও নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করেছেন। কোথাও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ভোট পরবর্তী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ২৪শে ডিসেম্বর পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় সব ধরণের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031