স্বাস্থ্য ও অর্থনীতিতে ২০ বিলিয়ন ডলার বা দুই হাজার কোটি ডলার আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে নভেল করোনা ভাইরাস মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য এবং বেসরকারি খাতকে আরও দ্রুত এগিয়ে নিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) । এর আগে গত ১৮ মার্চ এডিবি ৬৫০ কোটি ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করে।

সোমবার ম্যানিলায় সংস্থার প্রধান কার্যালয় থেকে আগের ৬৫০ কোটি ডলারের সেই প্যাকেজ তিন গুণ বাড়িয়ে দুই হাজার কোটি ডলার ঘোষণা করেছে সংস্থাটি।

এডিবির ঘোষণায় বলা হয়, এডিবিরি কোভিড-১৯ রেসপন্স প্যাকেজের আকার এখন দুই হাজার কোটি ডলার। প্যাকেজের মধ্যে ২৫০ কোটি ডলার থাকবে সহজ শর্তের ঋণ এবং অনুদান। বেসরকারি খাতের জন্য থাকবে ২০০ কোটি ডলার।

বাংলাদেশ ইতিমধ্যে এডিবির কোভিড-১৯ প্যাকেজ থেকে সহায়তা পেয়েছে। গত ২৭ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী কিনতে বাংলাদেশকে তিন লাখ ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের ঝরে পড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন করে এডিবি। এই সহায়তার আওতায় ২২ হাজার ৬১৭ জন প্রশিক্ষণার্থী নগদে এককালীন পাঁচ হাজার টাকা সহায়তা পাবেন।

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া বলেন, এই মহামারি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক, সামাজিক, এবং উন্নয়ন অগ্রযাত্রায় বড় ধরনের আঘাত হানতে পারে। যার ফলে এই অঞ্চলের দরিদ্রতা আরও বাড়তে পারে এবং অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে।

তিনি বলেন, এই সহযোগিতা প্যাকেজ উন্নয়নশীল দেশগুলোর জন্য এবং বেসরকারি খাতকে আরো দ্রুত এই মহামারি মোকাবিলা করার জন্য সরবরাহ করা হবে।

এর আগে গত ৩ এপ্রিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঘোষণা করেছিল, এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। করোনার প্রভাবে প্রবৃদ্ধি কমে গেলেও এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে বলে পূর্বাভাস দেয় সংস্থাটি। তারা জানায়, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কিছুটা কমে ৭ দশমিক ৮ শতাংশ হতে পারে।

সংস্থাটি জানায়, করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে প্রবৃদ্ধি কমবে। ফলে এশিয়ার গড় প্রবৃদ্ধিও কমে যাবে।

এডিবি প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২০ এ পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকার চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। গত অর্থবছরে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তবে এডিবি বলছে, আগামী ২০২০-২০২১ অর্থবছরে প্রবৃদ্ধি আবার ৮ শতাংশ হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031