ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির সাথে ভ্যানগাড়ী দিয়ে যুক্ত হলো ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র¡ আ জ ম নাছির উদ্দীন এর নিকট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর জোনাল প্রধান মো. ওয়াহিদুর রহমান এর নেতৃত্বে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ৫০ টি ভ্যানগাড়ী হস্তান্তর করেন।
ভ্যানগাড়ী গ্রহন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন পরিচ্ছন্ন নান্দনিক, বিশ্বমানের নগরী গড়ার লক্ষে তার গৃহিত কর্মপরিকল্পনা সফল বাস্তবায়নে নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, নগরবাসীর স্বার্থে অত্যন্ত ব্যয় বহুল ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে বছরে প্রায় ৩০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তিনি বলেন, ব্যয় বহুল হলেও নাগরিক স্বার্থে এবং ক্লিন চট্টগ্রামের জন্য এ কর্মসূচি পুর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে।
আগামী ডিসেম্বর এর মধ্যে ৪১টি ওয়ার্ডে বিন পৌছে দেয়া হবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য সংগ্রহ ও অপসারন করা হবে।
এ কর্মসূচি শুরু করার পর থেকে রাস্তায় কোন আবর্জনা আর থাকবে না। নগরী হবে দুষনমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর। যে সকল প্রতিষ্ঠান ভ্যানগাড়ী ও বিন দিয়ে সিটি কর্পোরেশনের সেবার সাথে যুক্ত হয়েছে এবং যারা হবে সকলকে মেয়র ধন্যবাদ জানান।
এ সময় প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর জহর লাল হাজারী, গোলাম মোহাম্মদ জোবায়ের, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ বহদ্দারহাট ব্র্যাঞ্চের ম্যানেজার নাজমুল হক চৌধুরী, আগ্রাবাদ ব্র্যাঞ্চের ম্যানেজার আহমেদ নুর, খাতুনগঞ্জ ব্র্যাঞ্চের ম্যানেজার মো. আলমগীর হোসাইন, পাহাড়তলী ব্র্যাঞ্চের ম্যানেজার এ এম এস এম নাসির উদ্দিন ফাহিম, ব্যাংক কর্মকর্তা মো. ইদ্রিস, সওকত ওসমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
