এক লক্ষ ৪৯ হাজার ৫৪০ জন। গত বছরের তুলনায় এবার ১১ হাজার ৫৮২ পরীক্ষার্থী কম রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন । এবার ২১৩টি কেন্দ্রে এক হাজার ৯৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিবেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ। খবর বাংলানিউজের।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর এক লক্ষ ৪৯ হাজার ৫৪০ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন ৬৮ হাজার ১২৮ জন। বিপরীতে ৮১ হাজার ৪১২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবেন। তবে বোর্ডের অধীনে পাঁচটি বিদ্যালয়ে কোনো পরীক্ষার্থী নেই।

বোর্ডের দেওয়া তথ্য মতে, এবার বিজ্ঞান বিভাগ থেকে মোট ৩০ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবেন। এর মধ্যে ১৫ হাজার ৬৫ জন ছাত্র এবং ১৫ হাজার ২৯৪ জন ছাত্রী রয়েছে। মানবিক বিভাগে মোট ৫৯ হাজার ৫০ ছাত্রীর মধ্যে ছাত্রীই রয়েছে ৩৮ হাজার ৯৬৩ জন। ছাত্র রয়েছেন ২০ হাজার ৮৭ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৬০ হাজার ১৩১ জন। যার মধ্যে ৩২ হাজার ৯৭৬ জন ছাত্র এবং ২৭ হাজার ১৫৫ জন ছাত্রী। এছাড়া এবার নিয়মিত পরীক্ষার্থী এক লক্ষ ৩৬ হাজার ৮২৯ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ৬২৩ জন। ৮৮ জন শিক্ষার্থী রয়েছেন যারা এবার মান–উন্নয়নের জন্য পরীক্ষা দিবেন। সব মিলিয়ে সকল বিষয়ে পরীক্ষা দিবে মোট এক লক্ষ ৩৯ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। আর ৯ হাজার ৬৮৯ জন আংশিক বিষয়ে পরীক্ষা দিবেন।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। এর মধ্যে এসএসসি পরীক্ষা হবে আগামী ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা হবে ২২ আগস্ট। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031