
আগপিছ না ভেবেই এএফসির নিচু স্তরের সলিডারিটি কাপে খেলার আগ্রহ দেখিয়েছিল বাফুফে। ভুটানের বিপক্ষে ভরাডুবির পর সেই আগ্রহ মিইয়েও গেছে। নাম প্রত্যাহার করার কথা জানিয়ে ভালোই বিপাকে পড়েছে বাফুফে। এএফসির ডিসিপ্লিনারি কমিটি ২৮ সেপ্টেম্বরের সভায় বাফুফেকে ২০ হাজার ডলার জরিমানা করেছে টুর্নামেন্টে এন্ট্রি করেও না খেলার জন্য। ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিতে হবে, নইলে আরো বড় শাস্তির মুখোমুখি হবে বাফুফে।
এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলোকে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ দিতেই এএফসি আজ থেকে মালয়েশিয়ায় শুরু করছে এই টুর্নামেন্ট। ১০ অক্টোবর ভুটান ম্যাচের আগেই এ টুর্নামেন্টে এন্ট্রি জমা দিয়েছিল বাফুফে। অর্থাৎ ভুটান কলঙ্কের শঙ্কা তাদের মধ্যেও ছিল। সত্যি সত্যি ভুটান কেলেঙ্কারির পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনীহা প্রকাশ করেন অংশ নিতে। এখানেও স্পষ্ট হয়ে যায় বাফুফে সভাপতির পরিকল্পনাহীনতা। না খেলার পক্ষে তাঁর যুক্তি লিগ চলছে, ফুটবলার পাওয়া যাবে না। লিগ তো কাল শুরু হয়নি যে এই চিন্তাটা হুট করে করতে হবে, আগে ভেবেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাঁর অদূরদর্শিতার কারণেই এবার ২০ হাজার ডলার জরিমানা গুনতে হবে বাফুফেকে