কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জীবদ্দশায় চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নিজেকে নেতা নয়, কর্মী হিসেবেই পরিচয় দিতেন বলে উল্লেখ করেছেন তাঁর পুত্র।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে জিইসি কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
বাবার স্মৃতিচারণ করে নওফেল বলেন, রাজনীতির জন্য তিনি জীবন, যৌবন, স্বাস্থ্য ও পরিবার সব বিসর্জন দিয়েছেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনার নির্দেশে কাজ করেছেন। দলের জন্য অন্তঃপ্রাণ থাকার কারণেই সারাদেশ আজো তাঁকে স্মরণ করে। মহিউদ্দিন চৌধুরীর সন্তান হিসেবে এটাই আমার গর্ব। দলের কোন পদ পদবী নয়। তরুণ রাজনীতিকদের জন্য মহিউদ্দিন চৌধুরী রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এছাড়া আরো বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুছ ছালাম, আইন সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, ওয়ার্কাস পার্টির সভাপতি এডভোকেট আবু হানিফ, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
