ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ফুটপাতের উপর গাড়ি পার্কিং করায় একজন সংসদ সদস্যের গাড়ি চালকসহ মোট চারজন চালককে হাতেনাতে ধরেছেন । তরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই টাকা না দিলে তাদের এক মাসের কারাদণ্ডের আদেশও দেয়া হয়।

সোমবার বিকালে গুলশান-২ নম্বর গোলচত্ত্বর এবং সংলগ্ন গুলশান এভিনিউর সামনে থেকে এই চারজন গাড়িচালককে হাতেনাতে ধরেন মেয়র আনিসুল। পরে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাজা দেয়া হয়। এই দ- ঘোষণা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঞ্জুর ই মাওলা ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন সংসদ সদস্যের গাড়িচালককে সাজা দেয়া হয়েছে, সেই বিষয়টি তিনি জানাতে পারেননি। অন্যদিকে ম্যজিস্ট্রের সাজিদ আনোয়ারকে ফোন পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার কাছেও এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

সাজাপ্রাপ্ত গাড়িচালকরা হলেন ফিরোজ (গাড়ি নং: ঢাকা মেট্রো- গ ২১-৮০৯৭), মাসুদ শিকদার (গাড়ি নং: ঢাকা মেট্রো- ন ৫৩-২৭৩৭),  দুলাল হাওলাদার (গাড়ি নং: ঢাকা মেট্রো- গ ১২-৪২৪০) এবং নুরুজ্জামান (গাড়ি নং: ঢাকা মেট্রো- চ ৫৩-৩৭৮৮)।

এ সময় মেয়র আনিসুল বলেন, ‘আমরা সুপ্রশস্ত ফুটপাত নির্মাণ করেছি জনসাধারণের স্বচ্ছন্দ চলাচলের জন্য। সেখানে কেউ গাড়ি রাখলে এখন হয়ত সম্মান করে কেবল আর্থিক জরিমানা করা হচ্ছে। তবে আমি সতর্ক করে বলতে চাই, এই আইনে জেলদ- দেয়ার বিধানও রয়েছে।’

এর আগে গত ৩০ মার্চ তারিখেও একই অপরাধে তিনটি গাড়ি জব্দ এবং চালকদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সম্প্রতি ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে বেশ তৎপর হয়ে উঠেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আটটি দূতাবাসকেও তারা ফুটপাত থেকে তাদের সরঞ্জাম সরিয়ে নিতে চিঠি দেয়। এরপর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসসহ কয়েকটি দূতাবাস ফুটপাতের দখল ছাড়ে। বাকিগুলোতেও দখল ছাড়ার আহ্বান জানিয়ে মেয়র আনিসুল বলেছেন, তারা তা না করলে সেখানে বুলডোজার চালানো হবে।

ফুটপাতে পার্কিং করায় চার গাড়িচালককে আটকের পর বিচারের সময় মেয়র বলেন, তারা সৌন্দর্য্যহানি করলেও কঠোর ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ‘আমরা জোর প্রচেষ্টা চালিয়ে রাস্তার পাশের ভবন এবং দেয়ালগুলো রঙ করাচ্ছি। কাজেই এসব ভবন বা দেয়ালে লিখে বা পোস্টার লাগিয়ে কেউ যেন নগরীর সৌন্দর্য বিনষ্ট না করেন। যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেখুন ভিডিও-

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031