দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় দুই যুগ ধরে হাইকোর্টে আপিলের শুনানির অপেক্ষায় থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের একটি দুর্নীতি মামলায় আপিল শুনানির উদ্যোগ নিয়েছে । ওই মামলা আপিল কার্যতালিকায় আনার জন্য দুদকের পক্ষে গতকাল হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করা হয়েছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, এ মামলায় আপিলের শুনানির জন্য আদালতে আবেদন করা হয়েছে। মামলাটি রোববার কার্যতালিকায় আসবে এবং শুনানির সময়ের জন্য আবেদন করা হবে। দীর্ঘদিন পরে শুনানির আবেদন প্রসঙ্গে তিনি বলেন, এখন শুনানির উদ্যোগ নেয়া আমাদের রুটিন ওয়ার্ক। মামলার নথিপত্র অনুযায়ী, এরশাদের বিরুদ্ধে ১৯৮৩ সালের ১১ই ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯১ সালের ৮ই জানুয়ারি সেনানিবাস থানায় মামলা দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। পরে বিচারিক কার্যক্রম শেষে ঢাকার বিশেষ জজ আদালত ১৯৯২ সালের ৩রা ফেব্রুয়ারি এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন। ওই বছরই হাইকোর্টে আপিল করেন এরশাদ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
