জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন। আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত ইসলামী জোটের সমাবেশে এসব বলেন তিনি। তিনি বলেন, আমরা কোনো কেয়ারটেকার, সহায়ক বা তত্ত্বাবধায়ক ব্যবস্থায় বিশ্বাস করি না। কোনো তত্ত্বাবধায়ক সরকার জাতীয় পার্টির প্রতি সুবিচার করেনি। সেই কলংকিত ব্যবস্থা সংবিধান থেকে মুছে গেছে। এরশাদ আরো বলেন, আমরা সাংবিধানিক ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।
তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবিধানিক পদ্ধতির অধীনে নির্বাচন করার জন্য নির্বাচনকালীন সময়ে সংসদের বর্তমান সংসদের প্রতিনিধিত্বকারী সকল দলের সমন্বয়ে একটি অন্তর্বতী সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকার শুধু রুটিমমাফিক রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবে। নির্বাচনের ব্যাপারে এই সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন।
