জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা করোনা ভাইরাসে  আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা করেছেন । আজ মঙ্গলবার ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত বিবৃতিতে তারা রোগমুক্তি কামনা করেন।

বিবৃতি দাতারা হলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা-ড. কামাল হোসেন,  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ড. আবদুল মঈন খান সদস্য , নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্না , গনফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া , বিকল্প ধারা বাংলাদেশে’র চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী

বিবৃতিতে তারা বলেন, নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য উদ্ভাবিত ‘জি র‍্যাপিড ডট ব্লট’  কিটের পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। তাঁর শরীরে করোনার লক্ষণও (জ্বর) আছে। আমরা আশা করি ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসুস্থতা মৃদু উপসর্গের মধ্য দিয়ে শেষ হবে। কিন্তু এই রোগ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা সারা পৃথিবীতে এবং এই দেশেও দেখছি। তাঁর বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতা বিবেচনায় নিলে তিনি নিশ্চিতভাবেই খুবই ঝুঁকিপূর্ণ রোগীর হিসাবেই চিহ্নিত হবেন।

তারা বলেন, করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নানা রকম অনিয়ম শুরু থেকে দেখা যাচ্ছে যা এখনো চলছে। আমরা আশা করি তাঁর রোগ জটিল হবে না, কিন্তু তেমন পরিস্থিতি হলে যেন এক মুহূর্ত সময়ও নষ্ট না হয় তাঁকে চিকিৎসা দিতে। সেটা নিশ্চিত করতে তাঁর জন্য দেশের সর্বোচ্চ মানের হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসা ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখতে হবে।

একজন বীর মুক্তিযোদ্ধা এবং এখন পর্যন্ত সর্বস্ব দিয়ে দেশের জন্য কাজ করে যাওয়া মানুষটির এইটুকু মনোযোগ রাষ্ট্রের পক্ষ থেকে প্রাপ্য।

তারা আরো বলেন, গত বেশ কিছুদিন ধরে করোনা সনাক্তকরণ কিটের জন্য অনেক বেশি কাজ করে তিনি সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়েছেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, সরকার পদে পদে বাধা সৃষ্টি করে এখনও কিটটি বাজারে আসতে দেয়নি। দেশে সামাজিকভাবে করোনা ছড়িয়ে পড়ার এই সময়ে সরকারি টেস্টের চরম অপ্রতুলতার মধ্যে এই কিট জনগণকে খুবই সাহায্য করতে পারত। কিটের পরীক্ষার ফলাফল অতি দ্রুত প্রকাশ করে সেই ব্যাপারে অনতিবিলম্বে সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

ডাক্তার জাফরুল্লাহ আশু রোগমুক্তি কামনা করছি। জাতীয় ঐক্যফ্রন্ট অতীতের মতো তাঁর সব প্রয়োজনে তাঁর সাথে থাকবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031