দেশে এখন সুশাসন ও আইনের শাসন বলতে কিছু নেই দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তারা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে ‘গণতন্ত্র’ ফিরিয়ে আনবেন। এই লড়াই সহজ নয় এটাও জানেন খালেদা জিয়া। বলেন, ‘আমরা জানি এ লড়াই কঠিন লড়াই।’

শনিবার ঢাকা লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত শিক্ষা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়া সেমিনারে অভিযোগ করেন শিক্ষা খাতের মত অন্যান্য খাতেও সরকার সুশাসন ও গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এই অবস্থার অবসান ঘটানোর অঙ্গীকারও তিনি করেন। বিএনপি নেত্রী বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতাসীন সরকার সকল বিরোধী মতকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য উন্মুক্ত হয়ে উঠেছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, প্রতিষ্ঠা করব মানুষের অধিকার।’

এই লড়াই কঠিন হলেও তা অসম্ভব নয় বলে মনে করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘যে জাতি লড়াই করে স্বাধীন হয়েছে, তাদের কাছে এ লড়াই কোনো কঠিন লড়াই নয়।’

বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে মানের অবনতি ঘটেছে বলেও দাবি করেন খালেদা জিয়া। বলেন, ‘আত্মতুষ্টির জন্য পাসের হার বাড়ানোয় আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।’

বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাওয়ার দাবিকে অসাড় বলেও দাবি করেন বিএনপি প্রধান। তিনি বলেন, ‘সরকার শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। বিরোধীমতের লোকজনের নিষ্ঠুরভাবে দমন করছে। মোদ্দাকথা শিক্ষার সকল উদ্দেশ্য আজ ভুলণ্ঠিত।’

শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিএনপির নিজস্ব চিন্তা ভাবনা আছে বলেও জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব, যাতে শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের হাতিয়ার হবে না, হবে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার হাতিয়ার।’

সেমিনারে সভাপতিত্ব করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম।

দিনভর এই সেমিনারে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন বিএনপিপন্থি শিক্ষক নেতারা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031