২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির ঐক্য ভুল- বলেছেন ।

শনিবার রাজধানীতে এক আলোচনায় এ কথা বলেন বিএনপির শরিক দলের নেতা।

একাদশ সংসদ নির্বাচনের আগে গত ১৩ অক্টোবর কামাল হোসেনের গণফোরাম আ স ম আবদুর রবের জেএসডি এবং মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য নিয়ে বিএনপি গঠন করে জাতীয় ঐক্যফ্রন্ট। পরে যোগ দেয় আবদুল কাদের সিদ্দিকীর গণফোরাম।

ভোটে ঐক্যফ্রন্ট এবং ২০ দল অংশ নেয় সমন্বয় করেই। জামায়াতসহ বিএনপির আগের শরিক এবং নতুন শরিকরাও লড়াই করেন ধানের শীষ নিয়ে।

ইরান প্রার্থী হন পিরোজপুর-২ আসন থেকে। তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের আনোয়ার হোসেন মঞ্জুর কাছে পাত্তাই পাননি। জামানতও বাজেয়াপ্ত হয়েছে তার।

কামাল হোসেনদের সঙ্গে বিএনপির জাতীয় ঐক্যফ্রন্ট গড়া ভুল ছিল উল্লেখ করে লেবার পার্টির নেতা বলেন, ‘আমরা জোট করেছি বেগম খালেদা জিয়ার সাথে। আমরা অন্য কোনো নেতার সাথে জোট করি না। দেশনেত্রী যতদিন পর্যন্ত আমাদের বাদ না দেবেন, ততক্ষণ আমরা জোটে আছি। ২০ দলীয় জোটের বাইরে অন্য কোনো জোটের প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না।’

৩০ ডিসেম্বরের নির্বাচনের প্রতিবাদে কোনো কর্মসূচি দিতে না পারায় জোটেরও সমালোচনাও করেন ইরান।  বলেন, ‘কেন আমরা একটা কালো পতাকা প্রদর্শন করতে পারলাম না, কেন একটা মানববন্ধন করতে পারলাম না, কেন একটা স্মারকলিপি প্রদান করতে পারলাম না?’

‘আমরা এখন শুধু এলাকায় এলাকায় কবরস্থান খুঁজে বেড়াচ্ছি, কোথায় গিয়ে আমরা কবর জিয়ারত করব, কবর জিয়ারতের কবে শেষ হবে আমরা জানি না।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031