মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন । বুধবার সকালে নির্বাচনী ফলাফলে ট্রাম্পের বিজয় নিশ্চিত হলে তিনি ফোন করে অভিনন্দন জানান নবনির্বাচিত প্রেসিডেন্টকে। হোয়াইট হাউজের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়, বারাক ওবামা ফোনে ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন বৃহস্পতিবার। ট্রাম্প হোয়াইট হাউজে এলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্বভার গ্রহণের বিষয়ে আলোচনা করবেন তিনি। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ‘নির্ঝঞ্ঝাটভাবে ক্ষমতার পালাবদল প্রেসিডেন্টের অন্যতম একটি অগ্রাধিকার যার কথা তিনি এ বছরের শুরুতেই বলেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এরই পরের ধাপ।’ হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার পরে একটি সময়ে প্রেসিডেন্ট ওবামা নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রদান করবেন। ‘দীর্ঘ ও কঠোর নির্বাচনী লড়াইয়ের পর একটি দেশ হিসেবে একত্রিত হওয়ার জন্য কী পদক্ষেপ নেয়া যেতে পারে’ তা নিয়েও কথা বলবেন তিনি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
