ওমর সানী জনপ্রিয় চিত্রনায়ক । নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে তার সহধর্মিনী প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে টানা কাজ করে গেছেন। এখনও করছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে গত বছর কাজ তেমন একটা করেননি ওমর সানী। তবে চলতি বছর ফের কাজ নিয়ে ব্যস্ত তিনি। সব মিলিয়ে কেমন আছেন? ওমর সানী বলেন, আলহামদুলিল্লাহ। বেশ ভালো আছি।

ব্যস্ততা কেমন যাচ্ছে? এ নায়ক বলেন, ব্যস্ততা যাচ্ছে কাজ নিয়ে। কদিন আগে ‘বাংলার ভাবী’ সিনেমার কাজ করেছি। আরো পাঁচ ছয়টা ছবির স্ক্রিপ্ট শুরু হচ্ছে।  এ কাজগুলো দ্রুতই হবে। মৌসুমী ও আমার জন্য যে ধরনের গল্প এই সময়ে ডিমান্ড করে সেরকম গল্প নিয়েই কাজ হচ্ছে। খুব ভালো কিছু সিনেমা দর্শক পাবেন সামনে। ফিল্ম ক্লাবের প্রেডিডেন্ট হিসেবে নির্বাচন করছেন। প্রত্যাশা কেমন? ওমর সানী উত্তরে বলেন, গতবার অমিত হাসানকে প্রেডিডেন্ট করে আমরা নির্বাচন করেছি। তার নেতৃত্বে আমরা ফিল্ম ক্লাব গুলশানে স্থানান্তরিত করতে পেরেছি। আরো বিভিন্ন ধরনের কাজ করেছি। বন্ধু অমিত হাসান এবার আমাকে বললো তুমি প্রেডিডেন্ট হও, তুমি অত্যান্ত সাংগঠনিক। এ কারণেই এবার প্রেডিডেন্ট হিসেবে নির্বাচন করছি। ‘এগিয়েছি বহুদূর,  যেতে হবে বহু দূর’- এমন শ্লোগানকে সঙ্গী করেই আমরা নির্বাচন করছি। আশা করবো ফিল্ম ক্লাবের মেম্বাররা নির্বাচনে কোনো ভুল করবেন না। এখন চলচ্চিত্রের অবস্থা কেমন দেখছেন? এ অভিনেতা বলেন, ক্যানসার নিয়েও অনেক মানুষ বিশ বছর বেঁচে থাকে। ফিল্মও হয়তোবা টিকে আছে তেমন করে। তবে আগের মতো ছবি আর হবে না। গল্পের মাঝে দুটি রোমান্টিক গান, কিছু অ্যাকশন দৃশ্য, বিশাল বাজেট- এসব আর হবে না। আগের গতি ফিরে আসবে না। তবে চলচ্চিত্র সময়ের সঙ্গে যাবে। এখন অনেক কালজয়ী মানুষের বায়োপিক হচ্ছে। মৌসুমী এবং আমিও প্রস্তাব পেয়েছি বায়োপিকের। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। ওমর সানী যোগ করে বলেন, ‘কোকিলা’ নামের একটি সুন্দও গল্পের ছবি হচ্ছে। পরিচালনা করছেন জাহিদ হোসেন। অচিরেই মৌসুমীকে নিয়ে এই ছবি শুরু হবে। এখানে আপনি কি থাকছেন? সানী বলেন, এখানে আমি অভিনয় করছি না। তবে অন্য কিছুতে থাকতে পারি। সেটা এখন বলতে চাই না। এটা সারপ্রাইজ হিসেবে থাক। ওটিটি প্ল্যাটফর্মেও এখন চলচ্চিত্র এবং ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে। এ মাধ্যমটিকে কিভাবে দেখছেন? ওমর সানী বলেন, ওটিটি প্ল্যটফর্ম অবশ্যই ভালো মাধ্যম। কিন্তু এটাকে নষ্ট করা যাবে না। কিছু নির্মাতা জায়গাটিকে নষ্ট করছেন। যাচ্ছে তাই ভাবে যৌনতাকে উপস্থাপন করছেন। সবকিছুরই সৌন্দর্য রযেছে। পুরুষ বলেন, নারী বলেন, সেক্স বলেন- এই সবই আল্লাহ প্রদত্ত দান। ছবিতে এর সুন্দরভাবে উপস্থাপন জরুরি। সুতরাং এসব নির্মাতাদের এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এ জায়গাটিকে সঠিকভাবে কাজে লাগানো উচিত।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031