দেশে ফিরছেন ৮১ নারী ও ৪৭ পুরুষকর্মী নির্মম নির্যাতনের চিহ্ন আর তিক্ত অভিজ্ঞতা নিয়ে সৌদি আরব থেকে । এদের মধ্যে তিনজনে ঠিকানা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি )। রোববার রাত ৯টা ৫০ মিনিটে এয়ার এরাবিয়ার এ৯-৫১৫ ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ নিয়ে চলতি মাসে দেশটি থেকে ফিরলেন নির্যাতিত ১১৬ নারী।

রোববার ফিরে আসা নির্যাতিত এসব নারীদের মধ্যে তিনজনের অবস্থা খুবই নাজুক। বিমান থেকে তাদের নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। পরে সেখান থেকে ঢামেক ওসিসিতে স্থানান্তর করা হয়।

এই তিন নারীর মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেলেও এক নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন।

কথা বলতে পারছেন না। গুরুতর অসুস্থ্য এক নারী জানিয়েছেন, তার নাম আদুরী। এছাড়া একই অবস্থায় ফিরেছেন, সুনামগঞ্জের হালিমা, কিশোরগঞ্জের ভৈরবের ফাতেমা। এসব নারীর প্রত্যেকের বয়স ২০ বছরের নিচে।

দেশে ফেরার পর তাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও প্রবাসী কল্যাণ ডেক্সের তত্ত্ব¡াবধানে প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।
ফেরত আসা নারীরা বলেন, সৌদি নিয়োগকর্তা তাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়ে বলেন, আর কোন মেয়ে যেনো সৌদি আরব না যায়। বলেন, দেশে ভিক্ষা করে খাবো, তবে বিদেশ যাবো না।

এদিকে ফেরত যুবকরা অভিযোগ করেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। জনপ্রতি পাঁচ থেকে ছয় লাখ টাকা করে নিয়ে তাদেরকে সৌদি আরব পাঠানো হয়েছিলো। কিন্তু  সেখানে তাদের কাজ নেই, বেতন নেই, আকামা দেয়া হয়নি। আবার অনেকের আকামা থাকা সত্ত্বেও অন্যত্র কাজ করলেই পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছেন। ফিরে আসা যুবকরা ডির্পোটেশন ক্যাম্পে অবস্থান করছিলেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031