রাজশাহীর পুঠিয়া থানা থেকে সাময়িক বরখাস্ত হওয়া ওসি শাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে হত্যা মামলার এজাহার পরিবর্তনের অভিযোগে । আজ রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ইসমত আরা তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৩ নভেম্বর শাকিলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। পরে গত বুধবার আদালতে আত্মসমর্পণ করলে অন্তর্বতীকালীন জামিন দেন বিচারক।

এর আগে গত ২৪ এপ্রিল পুঠিয়া সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে ১০ জুন নিখোঁজ হন নুরুল ইসলাম নামে এক ব্যক্তি। পরদিন সকালে পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার ‘এসএস ব্রিকফিল্ড’ নামে একটি ইটভাটা থেকে নুরুলের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে নিগার সুলতানা ওই দিনই আবদুর রহমান পটলকে প্রধান আসামি করে আটজনের নাম মামলা করেন। পরে ওই মামলার এজাহার বদলের অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানা। এরপর সেখানেও এজাহার বদলের বিষয়টি প্রমাণিত হয়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031