ওয়ার্ডেন সরকারি একটি স্কুলের ইনচার্জ উত্তর প্রদেশে একে একে ৭০ জন ছাত্রীকে বিবস্ত্র হতে বাধ্য করলেন । এ ঘটনা জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। ফলে বাধ্য হয়ে জেলা ম্যাজিস্ট্রেট ওই স্কুলের ইনচার্জ সুরেখা তোমার’কে বরখাস্ত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ইনচার্জ গত ২৬শে মার্চ খাতাউলি’তে সরকার পরিচালিত কস্তুরবা গান্ধী জুনিয়র রেসিডেন্সিয়াল স্কুলের টয়লেটে রক্ত দেখতে পান। তিনি ধরে নেন এটা ছাত্রীদের ঋতু¯্রাবের। তবে কেউ তা স্বীকার করে নি। ফলে সুরেখা একে একে ৭০ জন ছাত্রীকে বিবস্ত্র হতে বাধ্য করেন এবং তিনি বিষয়টি চেক করেন। ভীত শঙ্কিত এসব ছাত্রীর বয়স ১২ থেকে ১৪ বছর। তারা পড়াশোনা করে ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে। তবে নিজে যা করেছেন তার পক্ষে দৃঢ় অবস্থান প্রকাশ করেন সুরেখা। তিনি বলেন, আমি যা করেছি সেটা আমার অধিকার। কারণ, আমি পরিচ্ছন্নতা ও শৃংখলায় বিশ্বাস করি। এই স্কুলের ছাত্রী ও স্টাফরা আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তারা একজন ওয়ার্ডেনকে সরিয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে। এক ছাত্রী বলেছে, টয়লেটে রক্ত দেখতে পেয়ে ওয়ার্ডেন আমাদের সবাইকে ডেকে নেন। পরীক্ষা করেন আমাদের মধ্যে কে এর জন্য দায়ী। কিন্তু কেউই যখন তার প্রশ্নের উত্তর দিচ্ছিল না তখন তিনি অপেক্ষাকৃত বড়দের চেয়ে ছোট মেয়েদের আলাদা করেন। এক পর্যায়ে আমাদের সবাইকে পোশাক খুলতে নির্দেশ দেন। অন্য এক ছাত্রী বলেছে, এ সময় অনেক মেয়ে কান্নায় ভেঙে পড়ে। অন্যরা প্রতিবাদ জানাতে থাকে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
