কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভেন স্মিথ ইনজুরির কারণে দুই ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন । এবার একই পথ ধরছেন সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। কনুইয়ের ইনজুরিতে পড়েছেন বিপিএল মাতানো এই অজি তারকা। তাই বিপিএল শেষ না করে তাকেও দেশে ফিরতে হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কয়েকটি ওয়েবসাইট।
অস্ট্রেলিয়ার মাধ্যমগুলোর খবর অনুযায়ী, ইনজুরির কারণে দেশে ফিরতে হচ্ছে ওয়ার্নারকে। আগামী সপ্তাহে পরীক্ষা-নিরীক্ষা করাতে দেশে ফিরবেন ওয়ার্নার। তবে আগমী সপ্তাহে অস্ট্রেলিয়ায় ফেরার আগে আরও অন্তত দুটি ম্যাচ খেলবেন সিলেট অধিনায়ক।
বৃহস্পতিবার ওয়ার্নারের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা জানিয়েছে,‘২১ জানুয়ারি (সোমবার) দেশে ফিরবেন ওয়ার্নার। তার আগে আগামী ১৮ এবং ১৯ তারিখে টানা দুটি ম্যাচ খেলবে সিলেট সিক্সার্স। বেশ সমস্যা না হলে, সেই দুটি ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া ফিরবেন ওয়ার্নার।
এইদিকে ওয়ার্নারের ইনজুরির বিষটি নিশ্চিত করেছেন সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম কানন। দৈনিক ঢাকা টাইমসকে তিনি জানিয়েছেন,‘ওয়ার্নারের ইনজুরির বিষয়টি ইতিমধ্যে আপনারা জেনেছেন। তিনি ইনজুরি সমস্যায় ভুগছেন। ডাক্তারের কাছে তার তার সময় নেওয়া আছে। কিন্তু দেশে ঠিক কবে ফিরবেন তা এখনো ঠিক হয়নি। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করে সেটা জানাবো।’
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
