দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে। সোমবার ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকো ফার্মাকে এনওসি দেয়া হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে। এর আগে এনওসি চেয়ে আবেদন করে দেশের শীর্ষ ওষুধ উৎপাদানকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি এই ভ্যাকসিন আনতে বাংলাদেশ সরকার এবং বেক্সিমকো আগেই চুক্তি করে। চুক্তি অনুযায়ি প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ৬ মাসে ৩ কোটি ডোজ টিকা আসবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
