ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সিামনে । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে আল আলাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার পথে নয়াপল্টন কেন্দ্রিয় কার্যালয়ের বিপরীত পাশে একটি রিকশা থেকে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রিকশাটির চাকা দুমড়ে মুচড়ে যায়। নয়াপল্টনে দায়িত্বরত পুলিশ কর্তমর্তা ‘সন্দেহভাজন’ ওই রিকশাচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আটক রিকশাচালক মো. জুয়েল ফকিরাপুল টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন বলে জানা গেছে।
তবে পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক ককটেল বিস্ফোরণের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ককটেল নয়, একটি পটকা ফুটেছে।
