করণ প্যাটেল ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা । ক্যামেরার সামনে এবং টিভির পর্দায় তার স্বভাব ও ব্যবহারে মুগ্ধ দর্শকরা। কিন্তু পর্দার পেছনে নাকি তার কীর্তিতে নাজেহাল অনেকেই। শুটিং সেটে দেরি করে আসা, মদ খেয়ে মাতলামি করা, সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করা- ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি এই অভিযোগগুলো স্বীকারও করে নিয়েছেন ছোট পর্দার হাঙ্ক খ্যাত করণ।
শুধু স্বীকারই করেননি, অতীত কাজের জন্য তিনি প্রকাশ্যে সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। সম্প্রতি অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের নতুন টক শো ‘জাজবাত’-এ হাজির হয়েছিলেন করণ। সেখানে তার আচরণ নিয়ে একাধিক প্রশ্ন করা হয়৷ উত্তরে করণ বলেন, ‘আমি অতীতে অনেক মানুষের সঙ্গে অভদ্র ব্যবহার করেছি।’
করণ বলেন, ‘আসলে একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়। জীবনটা হতাশায় ভরে যায়। যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি।’ কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেতা করণ। যদিও কথাগুলো তিনি শো-টির প্রোমোতে বলেছেন। কিন্তু কেন তার জীবন হতাশায় ভরে যায়, সেটা জানা যাবে টক শো থেকে।
২০০০ সালে ‘কাহানি ঘর ঘর কি’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনের পর্দায় অভিষেক হয় অভিনেতা করণ প্যাটেলের। এরপর ‘কাসৌটি জিন্দিগি কি’, ‘কেসর’, এবং ‘করম আপনা আপনা’র মতো একাধিক সিরিয়াল দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পাশাপাশি বলিউড প্রযোজক একতা কাপুরের সুনজরেও পড়েন। সম্প্রতি একতার প্রযোজিত ‘ইঁয়ে হ্যায় মহোব্বাতে’ সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা গেছে তাকে।
