আজ পর্যন্ত দে‌শে পুলিশের ৮৫৪ সদস্য আক্রান্ত হয়েছেন। দি‌নে দি‌নে পুলিশে বাড়ছে ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা । এরমধ্যে ৪৪৯ জন ঢাকায় কর্মরত। গত ২৪ ঘন্টায় পুলিশের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১৩ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ৭৪১ জন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে এসব তথ্য।

আক্রান্ত পু‌লিশ সদস্য‌দের মধ্যে শুধু ঢাকা মহানগরে (ডিএমপি) রয়েছেন ৪৪৯ জন। প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে আছেন ১ হাজার ৫০ জন। আইসোলেশনে রয়েছেন ৩১৫ জন।

সুস্থ হয়েছেন ৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট পাঁচ জন।

কর্মকর্তারা বল‌ছেন, করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে নানা ধরনের দায়িত্ব পালন করছেন পুলিশ। রোগীদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে জনগ‌ণের কোয়ারাই‌ন্টিন নিশ্চিত করা, করোনা আক্রান্ত অলিগলিতে টহল ডিউটি, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, ত্রাণ বিতরণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা, আক্রান্ত রোগীর দাফনেও সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে পুলিশকে। সবমিলিয়ে শুরু থেকেই সংক্রমণের ঝুঁকিতে পুলিশ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031